খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গুষ্টিসহ সকল শ্রেণির চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করার লক্ষ্যে এবং তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার প্রয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ০১ লা মে ১৯৮৩ ইং সনে হর্টিকালচার সেন্টার, খেজুরবাগান, খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রতিষ্ঠানটি গড়ে তুলেন।
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ঃ উপ পরিচালকের কার্যালয়, হর্টিকালচার সেন্টার, খেজুরবাগান, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
প্রতিষ্ঠান প্রধানের নাম ঃ জনাব, কিশোর কুমার মজুমদার, উপ পরিচালক, হর্টিকালচার সেন্টার, খেজুরবাগান, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
প্রতিষ্ঠানের অবস্থান ঃ খাগড়াছড়ি শহর হতে এক কিলোমিটার উত্তরে খেজুরবাগান এলাকায়, পানছড়ি সড়ক সংলগ্ন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অপর প্রান্তে অবস্থিত।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঃ উন্নত জাতের ফল, সবজী, মসলা, শোভাবর্ধনকারী ও ভেষজ গাছের চারা/কলম/বীজ উৎপাদন বিক্রয় করা এবং এ সম্পর্কে বিভিন্ন উন্নত কলা কৌশল চাষীদের মাঝে সম্প্রসারণ করা এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।
জমির পরিমাণ:
নার্সারি | ০.৬৮ একর |
স্থায়ী বাগান | ৪.৪২ একর |
অফিস/বসতবাড়ি ও রাস্তা | ০.৪০ একর |
সবজী ও বীজ উৎপাদন এলাকা | ০.১০ একর |
পুকুর | ০.১০ একর |
ধান্য জমি ও অন্যান্য | ০.৩৪ একর |
মোট | ৬.০৪ একর |
বিদ্যমান সুবিধাদি :
(ক) বিভিন্ন উদ্যান ফসলে নতুন নতুন জাত প্রদর্শন।
(খ) কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান।
(গ) চারা কলম উৎপাদন এবং সরকার নির্ধারিত স্বল্পো মূল্যে চারা/কলম বিতরণ।
(ঘ) বিভিন্ন প্রকার ফলবাগানের প্রদর্শনী স্থাপন।
(ঙ) কৃষক এবং নার্সারি-ম্যান প্রশিক্ষণ।
সেন্টারে প্রদর্শিত প্রযুক্তি সমূহ:
(১) গ্রাফটিং/লিয়ারিং এর মাধ্যমে উন্নতমানের চারা/কলম উৎপাদন।
(২) রিজুভিনেশন।
(৩) অর্নামেন্টাল গ্যালারী।
(৪) ফলগাছ পরিচর্যা।
(৫) বিভিন্ন ফলের নতুন নতুন জাত প্রদর্শন।
(৬) সৌন্দর্য বর্ধন।
(৭) ফলগাছের সার ব্যবস্থাপনা।
(৮) ড্রাগন প্রর্দশনী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস